চাঁদপুরের শাহরাস্তিতে দুই ইউনিয়নে ১১শ দু”স্থ পরিবার পেলো ওমর ফারুক রুমি’র ঈদ সামগ্রী। শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক রুমি’র গরিব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী সূচিপাড়া উত্তর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নসহ ২টি ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের প্রায় ১১শত পরিবারকে এ সামগ্রী বিতরণ করেন।
আয়োজক সূত্রে জানা যায় শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক রুমি’র পক্ষে গরিব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু নাছের ওয়াজেদ, চিতোষী পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোঃ কামাল হোসেন, মোস্তফা হায়দার, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন মানিক, ইউপি মোঃ সোহাগ হোসেন, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ফখরুল ইসলাম, সাখাওয়াত হোসেন সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাজু, চিতোষী ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মোঃ জাহিদুল ইসলামসহ প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্য, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপকারভোগী উপস্থিত ছিলেন।