পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার চাঁদপুরের কচুয়ায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করেছেন প্রধান অতিথি চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদ এমপি।
তিনি সোমবার ও মঙ্গলবার দুদিন ব্যাপী উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নিম্ন আয়ের ১২ হাজার পরিবারের নারী -পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
এসব উপহার বিরতণকালে ড.সেলিম মাহমুদ এমপি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ উপহার বিতরণ করেছি। বর্তমান সরকার জনবান্ধব সরকার। মানুষের ভাগ্যন্নয়নে কাজ করছেন,
সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করছে সরকার।
ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইউএনও এহসান মুরাদ,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন ও সাংবাদিক রাকিবুল হাসানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।