শাহরাস্তি উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর ছড়াছড়ি। আওয়ামী লীগ ঘরনার সক্রিয় প্রার্থী মাঠে রয়েছে অন্তত ১০ জন। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন বা প্রতীক না থাকায় বেশিসংখ্যক প্রার্থী মাঠে রয়েছেন।নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর এসব প্রার্থী প্রচারণায় নেমেছেন আরো জোরেশোরে। তবে নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা মাঠে সক্রিয় থাকলেও বিএনপি ও জাতীয় পার্টির কোন প্রার্থী মাঠে নেই, এছাড়া দলগতভাবে নির্বাচন বর্জন কৌশলে থাকলেও উপজেলা নির্বাচনে একক স্বতন্ত্র প্রার্থী দিয়ে মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছে জামায়াত।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ মে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মাঠে না থাকায় আওয়ামী লীগ প্রার্থীরা ভোটের মাঠ দখল করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে ভোটারদের কাছে দোয়া নিচ্ছেন। পাশাপাশি রাজনৈতিক ও সামজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে তারা নির্বাচনে প্রার্থীতার জানান দিচ্ছেন। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সম্ভাব্য প্রার্থীদের ছবিসংবলিত ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে। জানা যায়, দলীয় প্রতীক না থাকায় নির্বাচনে অংশগ্রহন করছেন না বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন তারা হলেন- বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থক ইঞ্জিনিয়ার মো. মুকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইলিয়াস মিন্টু, আওয়ামী লীগ সমর্থক ওমর ফারুক রুমি, ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক পাটোয়ারী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যুব মহিলা লীগ নেত্রী নাজমুন নাহার স্বপ্না ও হাসিনা আক্তার গণসংযোগ করছেন।