হাজীগঞ্জে মডেল পাইলট ফ্রেন্ডশীপ ক্রিকেট ম্যাচের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় নাইনট্রিজ বয়েজ পুরানো পল্টনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাজীগঞ্জ কিংস একাদশ।
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত মিঠু, হাজীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল।
শিক্ষক মো. জাহিদ হাসানের উপস্থাপনায় খেলার শুরুতেই অতিথি হিসেবে বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী কালিম উল্লাহ্ দেওয়ান রাজা, আহসান উল্লাহ্ দেওয়ান বাদশা, পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী কবির হোসেন কাজী, আয়োজক হাবিবুর রহমান ও জসিম উদ্দিন রতন প্রমুখ।
খেলা পরিচালনা করেন, রতন সাহা ও কাজী সোহাগ। এ সময় অতিথি হিসেবে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নাইনট্রিজ বয়েজ পুরানো পল্টন ও হাজীগঞ্জ কিংস একাদশ দলের ম্যানেজার, খেলোয়াড় এবং ক্রীড়া প্রেমি কয়েক শতাধীক দর্শক।