বিএনপি বিহীন উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় চেয়ারম্যান
পদে আওয়ামী লীগের নেতারাই পরস্পরের প্রতিদ¦›দ্বী। প্রার্থী হয়েছেন
সাবেক ছাত্রনেতারা। গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিল করে কচুয়ায়
নির্বাচনের মাঠে গণসংযোগ করেছেন সাবেক ছাত্রনেতা ফয়েজ
আহম্মেদ স্বপন। কচুয়াবাসীর কাছে গুতপুরের স্বপন ভাই হিসেবে তিনি
পরিচিত। গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী
হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্ব›দ্বী করেছেন। কেন্দ্রেীয় আওয়ামী
লীগের সিদ্ধান্ত মোতাবেক এই বছর উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন
দল আওয়ামী লীগ দলীয় কাউকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই
সুবাদে কচুয়ার চেয়ারম্যান পদে প্রার্থীর হওয়ার হিড়িক পড়ে গেছে।
মনোনয়নপত্র দাখিলের পরেই কচুয়ার জিরো পয়েন্টে (ডাকবাংলো)
বিভিন্ন দোকান পাটের ব্যবসায়ী, অটোরিক্সচালাক, সিএনজি চালক ও
জনসাধারনণের সাথে ভোট চেয়ে কৌশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন
আওয়ামী লীগ নেতা ফয়েজ আহম্মেদ স্বপন।
গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে একপ্রতিক্রিয়ায় বলেন,
আজকে আমি মনোনয়নপত্র দাখিল করেছি, আমি আপনাদের দোয়া ও
সমর্থন আশা করছি। গত নির্বাচনে কচুয়াবাসী আমাকে জয়যুক্ত
করেছে। কারচুপির মাধ্যেমে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। যে ১৭
কেন্দ্রে জয়লাভ করেছে তাকে ঘোষনা দেওয়া হয়েছে। আমি ৮৫ কেন্দ্রে
জয়লাভ করেও বিজয় চিনিয়ে আনতে পারিনি। সুক্ষ¥ ষড়ষন্ত্রের মাধ্যমে
আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। এবারও আসছি আপনাদের মাঝে আমি
চেয়ারম্যান পদে নির্বাচন করবো, গত বছরের ন্যায় এবারোও আমার পাশে
আপনারা থাকবেন। সেই আশা ও প্রত্যাশা আপনাদের প্রতি আমার রয়েছে।
আমি নির্বাচিত হলে কচুয়াকে মডেল স্মার্ট উপজেলা হিসেবে গড়ে
তুলবো। এই কচুয়াকে মাদক মুক্ত ঘোষনা করবো যদি আপনারা পাশে
থাকেন। আমার বিরুদ্ধে অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছে, আমি নাকি
নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছি। এই গুজব ও বিভ্রান্তে কান দিবেন না।
আমি মাঠে আছি মাঠে থাকবো আপনাদের পাশে থাকবো। আপনারা
আমার জন্য দোয়া করবেন। আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে
আপনাদের একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে কচুয়াবাসীর
সেবা করার সুযোগ করে দিবেন।
গণসংযোগ কালে, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা
আব্দুস সামাদ, সদর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সী,
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল, সাবেক ছাত্রলীগ
নেতা জাকির হোসেন প্রধান, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ,
সাাবেক ইউপি সদস্য রাছেল মুন্সী অংশ নেয়।