চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী
মোহাম্মদ মনিক দর্জি জীবন্ত প্রতীক ঘোড়া ব্যবহার করেই প্রচারণা চালানোয়
শোকজ করা হয়।
এ নিয়ে ২৮ এপ্রিল চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেন জেলা নির্বাচন
কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের কাছে
লিখিত অভিযোগ দায়ের করেন।
এ অভিযোগ পেয়ে ওইদিনই (২৮ এপ্রিল) জেলা নির্বাচন কর্মকর্তা ও
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন চেয়ারম্যান প্রার্থী
মোহাম্মদ মানিককে নির্বাচনী আচরণবিধি লংঘন প্রসঙ্গে শোকজ করেন।
উপজেলা পরিষদ (নির্বাচন আচরন) বিধিমালা ২০১৬ এর (১০) অনুযায়ী
নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাইবে
না। এমতাবস্থায় , উপজেলা পরিষদ (নির্বাচন আচরন) বিধিমালা ২০১৬ এর (১০)
অনুযায়ী নির্বাচনি প্রচারণা সংক্রান্ত বিধান লংঘন করার অপরাধে কেন আপনার
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনকে অবহিত করা হবে না
তা ৪৮ ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে উপযুক্ত ব্যাখ্যা প্রদান করার
নির্দেশ দেয়া হয়।
অভিযোগ সূত্র জানা গেছে, মোহাম্মদ মানিক ঘোড়া প্রতীকে আচরণবিধি
লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। তিনি জীবন্ত ঘোড়া দিয়ে প্রচারণা চালিয়ে
ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করছেন।
মোহাম্মদ মানিক বলেন, কয়েকজন নেতাকর্মী ঘোড়াগাড়ি এনেছিল। আমি পরে
তা ফিরিয়ে দিয়েছি।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ
তোফায়েল হোসেন বলেন, আনারস প্রার্থীর লিখিত অভিযোগটি পেয়েছি। এ
ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন
অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।