সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রবেশ ফি নিয়ে কথা-কাটাকাটির জের ধরে কাউন্টারের কর্মী ও ঘুরতে আসা পর্যটকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ ৩ পর্যটক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে জাফলং পর্যটন স্পটের সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির কাউন্টারের সামনে এ ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটে। ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে আসা পর্যটকদের ওপর হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতরা হলেন- কাউন্টার কর্মী ও উপজেলার পন্নগ্রাম গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে লক্ষণ চন্দ্র দাস ও ইসলামপুর রাধানগরের বাবুল মিয়ার ছেলে সেলিম আহমেদ, নয়াবস্তি গ্রামের ইউসুফ মিয়ার ছেলে সোহেল রানা, পশ্চিম কালিনগর গ্রামের আবদুল কাদিরের ছেলে নাজিম উদ্দিন, ইসলামপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন। স্থানীয় ও ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে তারা জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় যাওয়ার জন্য সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন প্রবেশ মুখের কাউন্টারের সামনে যায়। এ সময় কাউন্টারে দায়িত্বরত কর্মীরা তাদের কাছে প্রবেশ ফি বাবদ ১০ টাকা করে দাবি করে। তখন পর্যটকরা টাকা দিতে খানিকটা দেরি করলে কাউন্টারে দায়িত্বরত কর্মী সেলিম ও লক্ষণ ক্ষিপ্ত হয়ে তাদের লাঠি দিয়ে মারপিট করে। এ সময় এক নারীসহ আগত তিন পর্যটক আহত হয়