আসন্ন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবি আক্তারের “ফুটবল” প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মে) সন্ধ্যায় পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের কাজী বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পৌর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী কবির হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে “ফুটবল” প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন, কাজী বিল্লাল হোসেন, কাজী আবুল বাসার, কাজী মনির হোসেন মিঠু, কাজী রফিকুল ইসলাম, কাজী সেলিম হোসেন।
বশির কাজীর উপস্থাপনায় এসময় আরও বক্তব্য দেন, কাজী শহিদুল ইসলাম, আবু কাজী, মমিন কাজী, আমান কাজী, জয়নাল কাজী ও মোবারক কাজী ও শরীফ মোল্লা প্রমুখ। সবশেষে ফুটবল প্রতীকে ভোট চেয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন রুবি আক্তার।