হাজীগঞ্জে গোপন সংবাদের ভিত্তি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩শ পিছ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
৪ মে (শনিবার) ভোররাতে হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড়ে অবস্থিত হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের মেইন গেইটের উত্তর পার্শ্বে চাঁদপুর টু কুমিল্লাগামী মহাসড়কের উপর থেকে মুকবুল হোসেন (২৮) নামে এক মাদক কারবারিকে ২শ পিছ ইয়াবাসহ আটক করেছে হাজিগঞ্জ থানার এসআই আব্দুর রহমান। আটকৃত মুকবুল হোসেন(২৮) হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কংগাইশ ফকির বাড়ির জাহাঙ্গীর হোসেনের ছেলে।
এত আগে, গত ৩ মে (শুক্রবার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার এস আই আব্দুর রহমানের নেতৃত্বে হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজে উপরে অভিযান চালিয়ে জাকির হোসেন( ৪০) ও জাবেদ (১৮) নামে দুই মাদক কারবারির কাছে থেকে ৫০ পিছ করে মোট ১শ পিছ ইয়াবাসহ উদ্ধার করা হয়। এই সময় আটক করা হয় দুই মাদক কারবারিকে।
আটককৃত মাদক কারবারি জাকির হোসেন (৪০) হাজীগঞ্জের খলাপাড়া মুন্সিবাড়ি মৃত লালা মিয়ার ছেলে এবং আরেক মাদক কারবারি জাবেদ (১৮) ৫ নং সদর ইউনিয়নের অলিপুর গ্রামের মিয়া বাড়ির ইসমাইল মিয়ার ছেলে।
এই বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল রহমানের নেতৃত্বে তিন মাদক কারবারিকে আটকরা হয়েছে। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলো, হাজীগঞ্জ থানা পুলিশ কনস্টেবল তবিবুর রহমান ও মারুফ হোসেন।