অনলাইন ডেস্ক:
টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান।দায়িত্ব থেকে অব্যাহতির ৭ বছর পর আবারও তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাতে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, লুৎফুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির প্রার্থীকে পরাজিত করে ভোটে শীর্ষস্থান অর্জন করেন এবং আবারও মেয়র নির্বাচিত হন। তিনি লেবার পার্টির জন বিগসের ৩৩ হাজার ৪৮৭ ভোটের তুলনায় ৪০ হাজার ৮০৪ ভোট পেয়ে বিজয়ী হন।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২০১৫ সালে দুর্নীতি ও অবৈধ আচরণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল নির্বাচনী আদালত।