চাঁদপুরের শাহরাস্তিতে কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে দুইটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে
শাহরাস্তিতে ২০২৩-২৪ অর্থবছরে ৫০% ভর্তুকি মূল্যে দুইটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসির আরাফাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এ সরকার কৃষক বান্ধব সরকার, কৃষকদের জন্য ব্যাপক ভূমিকা রেখেছেন। কৃষি খাতে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য কৃষি ক্ষেত্রে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন। এ ধারাবাহিকত সরকার কৃষকদের জন্য ৫০% ভর্তুকি মূল্যে দুইটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণচন্দ্র দাস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপ- সহকারী কৃষি অফিসার, সাংবাদিক ও অন্যান্য অতিথি এবং উপকারভোগী কৃষক, কৃষানীবৃন্দ।