আসন্ন আগামী ২১ মে হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী,উপজেলা আওয়ামীলীগের পরপর দুইবারের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর আনারস মার্কার সমর্থনে নির্বাচন আচরণবিধি মেনে পৌর ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ, গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) বিকাল-সন্ধ্যায় পর্যন্ত ৪,৫,ও ৬ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী আগামী ২১ মে হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন। তিনি সকল ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার অনুরোধ করেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মজিবুর রহমান,উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম, পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন মহন,চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাজী শাহিদুজ্জান ঝুটন,সাবেক ছাত্রনেতা টিপু সুলতান,মামুন আনসারী বিপ্লব,হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাভাপতি এবাদুর রহমান খোকন,আওয়ামীলীগ নেতা জালাল হোসেন জিতু।
এসময় উপস্থিত ছিলেন,অন্যান্যদের মধ্যে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।