আরকেনিউজ৭১ অনলাইন ডেস্ক রিপোর্ট :
চাঁদপুরের হাজীগঞ্জে প্রেমিকের সাথে অভিমান করে ফাতেমা আক্তার নামের এক তরুণী প্রেমিকা বিষপান করেছেন।
শুক্রবার বিকালে তিনি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে এ ঘটনা ঘটে।
পরে সাথে থাকা প্রেমিক তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন।
ফাতেমা আক্তার রামগঞ্জ উপজেলার কাটাখালী গ্রামের শাহআলমের মেয়ে। তবে ওই প্রেমিকের নাম জানা যায়নি।
জানা গেছে, ফাতেমা আক্তার বিবাহিত। তিনি স্বামীসহ ঢাকা থাকেন। তার অমতেই পারিবারিকভাবে বিয়ে হয়।
তিনি অন্য একজনকে ভালোবাসেন। তাই ঈদে বাবার বাড়িতে বেড়াতে এসে প্রমিকের সাথে হাজীগঞ্জে ঘুরতে বের হন।
এ সময় তিনি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এসে প্রেমিককে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু প্রেমিক রাজী না হওয়ায় তিনি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।