রোববার (২জুন) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদারের সমর্থনে ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের স্থানীয় পাটোয়ারী বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জিএম হাসান তাবাচ্ছুম মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদার বলেন, আগামী ৫ জুন( রবিবার) আপনারা চিংড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত করলে, আমি উপজেলার সকল স্তরের মানুষকে নিয়ে ফরিদগঞ্জকে মডেল উপজেলা হিসেবে রুপান্তর করবো। আপনারা আমার জন্য একদিন কষ্ট শিকার করে ভোট কেন্দ্রে গিয়ে আমার প্রতীক চিংড়ি মার্কায় ভোট দিন। আমি কথা দিচ্ছি, আমি পাঁচ বছর নয় সারা জীবন আপনাদের সেবক হিসেবে কাজ করবো।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী মজুমদার, ৪নং ওয়ার্ড পাটোয়ারী বাজার কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আবুল খায়ের সেন্টু , উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু তালেব সরদার, আমরা মুক্তিযোদ্ধা সন্তান চাঁদপুর জেলা কমিটির সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মিয়াজী, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কবির তপদার , পাটোয়ারী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর ডালি প্রমূখ ।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ,ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন এলাকা থেকে আগত চিংড়ি মার্কার সমর্থকদের উপস্থিতিতে পথসভাটি জনসভায় পরিণত হয়েছে।