হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ করা হয়েছে। সোমবার (৩জুন) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে বিতরণ করা হয়।
‘শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ স্লোগানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন ভাতা বই উপকার ভোগীদের হাতে তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মানিক হোসেন প্রধানীয়া।
ওই সময় ইউপি সচিব মো. আবুল কালাম তপদার, ইউপি সদস্য মো. আক্তার হোসেন, আব্দুল আউয়াল, আবুল হোসাইন, সৈয়দ আহমেদ রতন, আবুল হোসেন টিটু, সংরক্ষিত ইউপি সদস্য আসমা বেগমসহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুন ও প্রতিস্থাপনকৃত ১১৫ জনকে এই ভাতা বই দেওয়া হয়। এরমধ্যে ৭২ জন বয়স্ক, ১৮ জন বিধবা ও ২৫ জন প্রতিবন্ধী।