আমরা এ সরকারকে বর্জন করেছি, দেশবাসীও সরকারকে বর্জন করেছে। এ সরকারের পতন
এখন সময়ের দাবি। মঙ্গলবার (৪ জুন) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়ার
রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
জাতীয়তাবাদী দল বিএনপি স্থানী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় একথা বলেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে কেন্দ্রে কিছু গরু ছাগল দেখা গেছে, এবার তাও দেখা
যায়নি। মাত্র ৭% ভোটার অংশ নিয়েছে। আওয়ামী লীগের ভোটার ও কেন্দ্র যায়নি। কারণ দলের
লোকেরাই আপনাকে বিশ্বাস করেনা। তাই কেন্দ্রে না গিয়ে আওয়ামীলীগ-
আওয়ামীলীগকে বর্জন করেছে। আমরা এ সরকারকে বর্জন করেছি, দেশবাসীও সরকারকে
বর্জন করেছে।
তিনি আরো বলেন, জিয়া এই দেশের সন্তান ছিলেন। তারেক জিয়া এই দেশের সন্তান। যে
দিন দেশে তারেক রহমান আসবে, সে দিন যে ঝড় উঠবে, আর সে দিন কে কোন দিকে
যাবেন পথ খুজে পাবেন না।
তিনি আরো বলেন, দেশে একজন পুলিশ কত টাকা বেতন পায়। কিন্তু তার হাজার হাজার
কোটি টাকা কোথায় থেকে আসে। এই টাকার উৎস কি? কোথায় থেকে কি ভাবে
আসে, এসবকি সরকার জানে না? তাই বলছি, জনগনকে আর ধোকা দেয়া যাবে না।
জনগণের মনে যে আগুন জ্বলছে, তা নিবাতে পারবেন না। তাই দ্রæত সরে যান।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি
ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকের সার্বিক ব্যবস্থাপনায় ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির
সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম
রহিম পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি
জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, বিশেষ
বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস. এম কামাল
উদ্দিন চৌধুরী, কাজী রফিক, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক রাজিউর
রহমান রাজিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী প্রমুখ।