চাঁদপুরের শাহরাস্তিতে ২০২৩-২৪ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। (১১ জুন) মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁদপুরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।
প্রশিক্ষনে তত্ত্বাবধায়ক ও সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায় উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন কৃষক কৃষাণী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন।
উক্ত প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।