চাঁদপুরের শাহরাস্তির মেহের দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। (১৮ জুন) মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের বানিয়া দিঘীরপাড় এলাকায় এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা নুরুল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, শাহরাস্তি- হাজিগঞ্জ বিএনপি’র ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিন। ছাত্রদল নেতা মহিউদ্দিন জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি শহর বিএনপি’র সভাপতি আবুল খায়ের সিএ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী। এ সময় বক্তব্য রাখেন শাহরাস্তি শহর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, বিএনপি নেতা মানিক হোসেন, সেফায়েত উল্লাহ,মোঃ ওমর ফারুক, মোঃ ইয়াছিন,বাহার মোল্লা, মোঃ জামাল হোসেন, যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক, মোঃ শফিক মোল্লা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার। উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ মামুন হোসেন, তুষার আলম, ইকবাল হোসেন, মাইনুদ্দিন, আরিফুল মিয়াজী,ছাত্রদল নেতা মোঃ হিরা, শিপলু, রাকিব,বোরহান, মেহেদী, জাকির, ফরহাদ,সুজন, শাহাদাত, ফাহিমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল,অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য বলে আমি আপনাদের পাশে সব সময় থাকতে ছাই। আপনার আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো, আগামী দিনে আপনাদেরকে নিয়ে শাহরাস্তি-হাজীগঞ্জের সকল কর্মকান্ড নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে আপনাদেরকে সাথে রেখে এগিয়ে যেতে চাই।