অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা হাজীগঞ্জে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ জুন বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, সহ-সভাপতি আনোয়ারুল্লাহ পাটওয়ারী, মনিরুজ্জামান মনির, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী, মো. শেখ আলী আকবর, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইনসহ বিএনপি, যুবূদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।