Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
মতলব উত্তরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ১ মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও মনিরুজ্জামান বাবলুকে সংবর্ধনা হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান এ্যাড. আব্বাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজ্জাম্মেলের নেতৃত্বে বিশাল মিছিল ফরিদগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত নাসিকের সাবেক কাউন্সিলর মতি ও তাঁর ছেলে ঢাকায় গ্রেপ্তার মতলব উত্তরে কম্বিং অপারেশনে কারেন্ট ও বেহুন্দি জাল জব্দ ধ*র্ষ*ণের পর বিদেশে পলায়ন : পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নিয়ে বিপাকে কিশোরী মতলব উত্তরে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নি*হ*ত ২

হাজীগঞ্জে ৮২ বস্তা চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বাচ্চুসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে থেকে ৮২ বস্তা সরকারি চাল জব্দের ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু (৬০) সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। জব্দকৃত চাল আত্মসাতের অভিযোগ এনে গতকাল মঙ্গলবার (৯ জুলাই) দুদকের চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আমির মুন্সী, ইউনিয়নের দেশগাঁও গ্রামের পূর্ব আটিয়া বাড়ির মৃত সুজ্জত আলীর ছেলে আবুল খায়ের কালু (৬০) ও একই গ্রামের মাইজের বাড়ির মৃত লিয়াকত আলীর ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৫৫)।

মামলার সূত্রে জানা গেছে, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত সরকারি খাদ্যশস্য (চাল) বিভিন্ন সময়ে সরকারি খাদ্য গুদাম হতে ডিও এর মাধ্যমে বিভিন্ন সময় উত্তোলন করা হয়েছে। এই চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করার নিয়ম থাকলেও তা না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রেখে ৮২ বস্তা অর্থাৎ ২ হাজার ৪৬০ কেজি চাল, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা আত্মসাৎ করেছে।

যার ফলে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির মুন্সী, ইউনিয়নের বাসিন্দা আবুল খায়ের কালু ও মো. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯ ও ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত ২৪ জুন (সোমবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরকারি চাল বসতবাড়িতে মজুদ করার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত মিঠু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসেনকে সঙ্গে নিয়ে মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালান।

অভিযানে কালুর বসতঘর থেকে খাদ্য অধিদপ্তরের সিল-সংবলিত ২২ বস্তা ও জাহাঙ্গীরের বসতঘর থেকে ৬১ বস্তা সরকারি চালসহ মোট ৮৩ বস্তা সরকারি চাল জব্দ করেন। এর মধ্যে একটি বস্তায় সামান্য কিছু চাল ছিল। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে ৮২ বস্তায় মোট ২ হাজার ৮৬০ কেজি চাল রয়েছে।

আরো পড়ুন  শাহরাস্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস খালেঃ আহত ১৫ | Rknews71

একই সময়ে কালুর বসতঘর থেকে ৮টি খালি বস্তা জব্দ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের সম্পৃক্ততা না পাওয়া তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।

এ ঘটনায় পরের দিন ২৪ জুন (মঙ্গলবার) ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু (৬০) সহ নামীয় চারজন ও অজ্ঞাত ১/২ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌ. মো. জাকির হোসেন। পরে অভিযোগটি দূর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কার্যালয়, চাঁদপুরে প্রেরণ করে হাজীগঞ্জ থানা পুলিশ এবং দুদক প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় অভিযোগটি আমলে নিয়ে মামলা দায়ের করে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতলব উত্তরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ১
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও মনিরুজ্জামান বাবলুকে সংবর্ধনা হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান এ্যাড. আব্বাস
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজ্জাম্মেলের নেতৃত্বে বিশাল মিছিল
ফরিদগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত
নাসিকের সাবেক কাউন্সিলর মতি ও তাঁর ছেলে ঢাকায় গ্রেপ্তার

আরও খবর

error: Content is protected !!