ফরিদগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ রবিউল্লাহ (রবিউল) (৪০) নামক এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) উপজেলার আস্টা টু গল্লাক বাজার সড়কে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
আটকৃত রবিউল্লাহ (রবিউল) কুমিল্লা জেলাধীন দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের পিতা আবদুর রহমান ও মাতা সুবুজা খাতুন এর সন্তান।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারিকেলতলা গ্রামের পাশে আস্টা বাজার টু গল্লাক বাজার পাকা সড়কের চেয়ারম্যান মোঃ শাহজাহান পাটওয়ারীর মাছের প্রজেক্টের পশ্চিম পাশে পাকা সড়কের উপর তার সিএনজি তল্লাশী করে গাঁজাসহ আটক করা হয় তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল দীর্ঘদিন যাবত প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক কারবারের সাথে সম্পৃক্ত বলে স্বীকারোক্তি প্রদান করে।
তিনি আরও জানান, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ ফরিদগঞ্জ থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন, এএসআই মোঃ কামাল হোসেন ও সঙ্গীয় অফিসার ও ফোর্স একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন।