মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি খালের ওপর অবৈধভাবে দখলদার স্থাপনা নির্মাণের উচ্ছেদ অভিযান করা হয়েছে। ৮ মে রোববার বিকেলে চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে সরকারি খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সুচিপাড়া পূর্ব বাজার হইতে দৈকামতা এলাকায় সরকারি খাল ভরাট করে অবৈধ দখলদার। সরকারি খাল ভরাট করা মাটি উত্তোলনের মাধ্যমে উচ্ছেদ অভিযান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা বৃন্দ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন জানান সরকারি সম্পদের উপর যদি কেউ জবরদখল করেন, তাহলে সরকারের পক্ষে সেটি উদ্ধার করতে বদ্বপরিকর। সরকারের পক্ষে এখানে কাজ করতে এসেছি আপনারা সরকারের জনগণ সরকারের কাজের স্বার্থে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।