নতুন আঙ্গিকে উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে নতুন পরিচালনা পর্যদের মাধ্যমে হাজীগঞ্জ মধ্যবাজার হাজীগঞ্জ টাওয়ারে ইসলামীয়া মডার্ণ হাসপাতাল এর কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ইসলামীয়া মডার্ণ হাসপাতাল এর কার্যক্রম শুরু করা হয়।
এতে দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও ইমাম মুফতি আব্দুর রউফ।
দোয়া ও মিলাদ মাহফিলে ইসলামীয়া মডার্ণ হাসপাতালের উপদেষ্টা ডাঃ আরিফ হোসেন, চেয়ারম্যান সাইফুল ইসলাম সিফাত, নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, জিএম নুর হোসেন, পরিচালক মোঃ জসিম উদ্দিন, মোঃ শরীফ মজুমদার, ইসলামীয়া মডার্ণ হাসপাতাল পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিছমিল্লাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, হাজীগঞ্জ নিউ মেডিনোভা ডিজিটাল মেডিকেল সেন্টারের এমডি ডাঃ মোহাম্মদ মহিবুল আলম রুবেল, স্থানীয় ব্যবসায়ি, ব্যাংক, বিমা কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।
ইসলামীয়া মডার্ণ হাসপাতালের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিফাত জানান, কম খরচে উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা দেওয়াই তাদের লক্ষ্য। এ লক্ষ্যে নতুন পরিচালনা পরিষদের মাধ্যমে রোগিদের আস্থা ও বিশ্বাস নিয়ে তারা এগিয়ে যেতে চান।