নিজস্ব প্রতিবেদক:
রোটার্যাক্ট ক্লাব অফ ডাকাতিয়া হাজীগঞ্জ এর উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ৬ মে ২০২২ রোটারী ক্লাব অফ হাজীগঞ্জ এর কার্যলয়ে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন রোটার্যাক্ট ক্লাব অফ ডাকাতিয়া হাজীগঞ্জ এর ট্রেজারার রো. নাজমুল আসিফ নিশু। পরবর্তিতে সকলে মিলে দাড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অফ হাজীগঞ্জ এর সাবেক প্রেসিডেন্ট রোটা. জাফর আহমাদ, বর্তমান প্রেসিডেন্ট রোটা. মানিক রয়, পেসিডেন্ট নমিনি রোটা. জাকির হোসেন (লিটু), ইলেক্ট সেক্রেটারি রোটা. হাবিবুর রহমান ডিষ্ট্রিক রোটার্যাক্ট রিপ্রেজেন্টিটিভ (ডিআরআর) সাজ্জাদ হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অফ ডাকাতিয়া হাজীগঞ্জ এর চার্টার মেম্বার নাজমুল আসিফ নিশু, জহিরুল আলম জয়, আজাদ হোসেন, তাসনিম আহমেদ, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ্ আল মামুন, রোটার্যাক্ট ক্লাব চাঁদপুরের সাবেক প্রেসিডেন্ট রেজাউল ইসলাম রকি, সদ্য সাবেক প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন সুমন, বর্তমান প্রেসিডেন্ট প্রিন্স নিলয়, ইলেক্ট প্রেসিডেন্ট শাহরিয়ার হিমেল, রোটার্যাক্ট ক্লাব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর এর প্রেসিডেন্ট ইলেক্ট নজরু ইসলাম নিলয়, রোটার্যাক্ট ক্লাব অফ হাজীগঞ্জ এর বর্তমান প্রেসিডেন্ট উম্মেহানী মুক্তা, ইলেক্ট প্রেসিডেন্ট আমানুল্লাহ্ ও প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটার্যাক্ট ক্লাব অফ ডাকাতিয়া হাজীগঞ্জ এর চার্টার প্রেসিডেন্ট রো. রাশেদুজ্জামান