চাঁদপুরের ফরিদগঞ্জে পূর্বের শত্রæতার জের ধরে জমি দখলে অভিযোগ। নিরুপায় হয়ে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগি পরিবারের লোকজন। এদিকে মামলা করেও আতংকে দিন কাটছে ভুক্তভুগিদের। ঘটনাটি উপজেলার ৯নং গোবিন্ধপুর ইউনিয়নের মধ্যে চাঁদপুর গ্রামের বেপারী বাড়িতে।
ঘটনার সূত্রে জানাযায়, র্দীঘদিন ধরে ইলিয়াছ বেপারীদের সাথে ছলেমান বেপারীদের জমি সংক্রান্ত বিরোধ লেগে রয়েছে। সে ঘটনার সূত্র ধরে গত শনিবার ৭ সেপ্টোম্বর স্থানীয় কিছু সন্ত্রাসী দিয়ে জোর পূর্বক ভাবে ইলিয়াস বেপারীর রান্না ঘর সংযুক্ত বসত ঘর সরিয়ে দিয়ে রাস্তা নির্মান করে। এই ঘটনায় ভয়ে কিছু বলতে পারেনি ভোক্তভুগি পরিবার। নিরুপায় হয়ে আদালতে মামলা দায়ের করেন পরিবারটি। জমির তফসিল অনুযায়ী জানাযায়, উপজেলার ২৭৬ হালে ১০৩নং চাঁদপুর মৌজার ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের বিগত ০২/০৮/২০১৫ইং সালের ৫৫১৮নং সাব কবলা দলিল মূলে অজুফা খাতুন দাতা ১। মোঃ ফারুক বেপারী ২। মোঃ হানিফ বেপারী ৩। মোঃ ইলিয়াছ বেপারী গ্রহিতা সূচক ১৩৫০। ১ একর ভূমির অন্দরে .০৪৫০ একর ইলিয়াস নামে বি.এস ৮৯৬ খতিয়ানে ০.১০৬ হিস্যায় ৭৭ একর অন্দরে ০৮০১৬ একর মোঃ হারুনুর রশিদ হারুন দাতা মোঃ ইলিয়াছ বেপারী গ্রহিতা ফরিদগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের বিগত ১০/০৮/২০২২ইং তারিখের ৪০৮৩ নং হেবানামা দলিল মূলে ০১০০ একর এবং বিগত ১২/০১/২০২১ইং তারিখে ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের ৩৬২ নং হেবানামা দলিল মোঃ হানিফ বেপারী দাতা মোঃ ইলিয়াছ বেপারী গ্রহিতা সূচকঃ .০০৫০ একর একুনে খরিদা ও ইলিয়াস বেপরীর নিকট .০৪৫০+.০৮০১৬৮.০১০০+.০০৫০= ১৪১৬ একর মালিক হয়ে ও ভোগ দখলীকার বটে। ফরিদগঞ্জ উপজেলাধীন সাবেক ২৭৬, হাল ১০৩নং চাঁদপুর মৌজার সি.এস ও এস.এ ৩১২, ৩১৫, বি.এস ৮৯৬ নং খতিয়ান ভুক্ত
সাবেক ৭৬৯ হাল ৬৫১৩ দাগ বাড়ী খরিদা ও পৈত্রিক মোঃ ০৬০০ একর ভূমিতে মালিক ভোগ দখলীকার হইয়া মাটি দ্বারা ভরাট করিয়া নালিশী তপছিল ভূমির উন্নয়ন সাধন করিয়া তথায় পাকা বিল্ডিং, টিনের বসত ঘর, দোচালা রান্না ঘর, কাঁঠাল গাছ, আম গাছ, পেঁয়ারা গাছ, লেবু গাছ ও ফলজ, বনজ গাছ গাছালী রোপন করিয়া আসিতেছে। নিরুপায় হয়ে প্রতিপক্ষগণের বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৫ ধারায় স্থায়ী ও অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জন্য আদালতে ধারস্ত হন ভোক্তভুগি পরিবার।
ভোক্তভুগি ইলিয়াস বেপারীর স্ত্রী মরিয়ম বেগম বলেন, এই জমির মালিক আমার স্বামী তারা জোর পূর্বক ভাবে আমাদের জমি দখল করার প্রায়তারা করছে। আমি নিরুপায় হয়ে আদালতে মামলা দায়ের করেছি। আমি এই সন্ত্রাসী কর্মকান্ডের বিচার চাই।
বিবাদী ছলেমান বেপারী স্ত্রী বলেন, এই জমি আমার সকল মিলে হিসাব করে ভাগ করেছি। তাদের ঘরের পাশ দিয়ে আমাদের চলাচলের রাস্তা নির্ধারন করা হয়েছে। তারা জোর করে বন্ধ করে দিয়েছে।
ঘটনার সূত্রে জানাযায়, র্দীঘদিন ধরে ইলিয়াছ বেপারীদের সাথে ছলেমান বেপারীদের জমি সংক্রান্ত বিরোধ লেগে রয়েছে। সে ঘটনার সূত্র ধরে গত শনিবার ৭ সেপ্টোম্বর স্থানীয় কিছু সন্ত্রাসী দিয়ে জোর পূর্বক ভাবে ইলিয়াস বেপারীর রান্না ঘর সংযুক্ত বসত ঘর সরিয়ে দিয়ে রাস্তা নির্মান করে। এই ঘটনায় ভয়ে কিছু বলতে পারেনি ভোক্তভুগি পরিবার। নিরুপায় হয়ে আদালতে মামলা দায়ের করেন পরিবারটি। জমির তফসিল অনুযায়ী জানাযায়, উপজেলার ২৭৬ হালে ১০৩নং চাঁদপুর মৌজার ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের বিগত ০২/০৮/২০১৫ইং সালের ৫৫১৮নং সাব কবলা দলিল মূলে অজুফা খাতুন দাতা ১। মোঃ ফারুক বেপারী ২। মোঃ হানিফ বেপারী ৩। মোঃ ইলিয়াছ বেপারী গ্রহিতা সূচক ১৩৫০। ১ একর ভূমির অন্দরে .০৪৫০ একর ইলিয়াস নামে বি.এস ৮৯৬ খতিয়ানে ০.১০৬ হিস্যায় ৭৭ একর অন্দরে ০৮০১৬ একর মোঃ হারুনুর রশিদ হারুন দাতা মোঃ ইলিয়াছ বেপারী গ্রহিতা ফরিদগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের বিগত ১০/০৮/২০২২ইং তারিখের ৪০৮৩ নং হেবানামা দলিল মূলে ০১০০ একর এবং বিগত ১২/০১/২০২১ইং তারিখে ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের ৩৬২ নং হেবানামা দলিল মোঃ হানিফ বেপারী দাতা মোঃ ইলিয়াছ বেপারী গ্রহিতা সূচকঃ .০০৫০ একর একুনে খরিদা ও ইলিয়াস বেপরীর নিকট .০৪৫০+.০৮০১৬৮.০১০০+.০০৫০= ১৪১৬ একর মালিক হয়ে ও ভোগ দখলীকার বটে। ফরিদগঞ্জ উপজেলাধীন সাবেক ২৭৬, হাল ১০৩নং চাঁদপুর মৌজার সি.এস ও এস.এ ৩১২, ৩১৫, বি.এস ৮৯৬ নং খতিয়ান ভুক্ত
সাবেক ৭৬৯ হাল ৬৫১৩ দাগ বাড়ী খরিদা ও পৈত্রিক মোঃ ০৬০০ একর ভূমিতে মালিক ভোগ দখলীকার হইয়া মাটি দ্বারা ভরাট করিয়া নালিশী তপছিল ভূমির উন্নয়ন সাধন করিয়া তথায় পাকা বিল্ডিং, টিনের বসত ঘর, দোচালা রান্না ঘর, কাঁঠাল গাছ, আম গাছ, পেঁয়ারা গাছ, লেবু গাছ ও ফলজ, বনজ গাছ গাছালী রোপন করিয়া আসিতেছে। নিরুপায় হয়ে প্রতিপক্ষগণের বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৫ ধারায় স্থায়ী ও অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জন্য আদালতে ধারস্ত হন ভোক্তভুগি পরিবার।
ভোক্তভুগি ইলিয়াস বেপারীর স্ত্রী মরিয়ম বেগম বলেন, এই জমির মালিক আমার স্বামী তারা জোর পূর্বক ভাবে আমাদের জমি দখল করার প্রায়তারা করছে। আমি নিরুপায় হয়ে আদালতে মামলা দায়ের করেছি। আমি এই সন্ত্রাসী কর্মকান্ডের বিচার চাই।
বিবাদী ছলেমান বেপারী স্ত্রী বলেন, এই জমি আমার সকল মিলে হিসাব করে ভাগ করেছি। তাদের ঘরের পাশ দিয়ে আমাদের চলাচলের রাস্তা নির্ধারন করা হয়েছে। তারা জোর করে বন্ধ করে দিয়েছে।