হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে দোয়া-মাহফিল, আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী মো. আব্দুর রহমান ও হামদ-নাত পরিবেশন করেন সানজিদা ইসলাম এবং অনুষ্ঠান শেষে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ এবং দোয়া-মাহফিল পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত।
প্রভাষক কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, সিনিয়র শিক্ষক শাহজান মুন্সী, বিদ্যালয় মসজিদের ইমাম মো. হাবিবুর রহমান শাকিল ও শিক্ষার্থী তাহমিদ ইসমাঈল সর্দার। বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মো. আবু ছাইদসহ অন্যান্য শিক্ষক।
এসময় কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মজুমদার, সহকারী অধ্যাপক মালেকা পারভীন, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান ও মো. আব্দুল মালেক, মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।