চাঁদপুরের হাজীগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। সোমবার (১৭ সেপ্টেম্বর) থেকে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করেন এবং রোববার তিনি থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) পুলিশ পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
জানা গেছে, মোহাম্মদ মহিউদ্দিন ফারুক সাবেক ওসি মোহাম্মদ আবদুর রশিদের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি ২০০৫ সালে উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর তিনি পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) টঙ্গি পূর্ব থানা ও কোনবাড়ি থানায় পুলিশ পরিদর্শক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৪-১৫ সালে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনের সাউথ সুদানে (দক্ষিণ সুদান) দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন।
এ দিকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হাজীগঞ্জ উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সত্যিকার সেবক হিসেবে যেন মানুষের সেবা করতে পারেন, সেজন্য সবার দোয়া কামনা করেন।