Header Border

ঢাকা, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
‘রুস্তমপুর সমাজ কল্যাণ ক্লাব’র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন : সম্পত্তির ভাগ পেতে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা হাজীগঞ্জে ভবন ও প্রশিক্ষনের উদ্বোধন, সেলাই মেশিণ ও কম্বল বিতরণসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলাপ্রশাসক ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মতলব উত্তরে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা  ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মান্নান লস্করের মনোনয়ন ফরম সংগ্রহ কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা কচুয়ায় চুরির ঘটনায় চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার ফরিদগঞ্জে খাবারে বিষ! অল্পের জন্য প্রাণে বাঁচল অন্তঃসত্ত্বা সহ ৩জন

হাজীগঞ্জের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবি

হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবি করেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। এছাড়াও প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ওই ইউনিয়নের লোকজন।

এমন পরিস্থিতিতে অপ্রিতিকর ঘটনা এড়াতে বিদ্যালয়ে যাচ্ছেন না প্রধান শিক্ষক জোৎস্না আক্তার। এ দিকে বিদ্যালয়ের সভাপতির কাছে অভিযোগ দেওয়ার পর সম্প্রতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদকর্মীদের কাছে একাধিক অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। তারা প্রধান শিক্ষক জোৎস্না আক্তারের অপসারণ চেয়ে দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন ও তার শাস্তি নিশ্চিতকরণের দাবি জানান।

প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়রা বলেন, বিধি অনুযায়ী অস্টম শ্রেনির রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি ৭৪ টাকা ও নবম শ্রেণির ১১০ টাকা। অথচ প্রধান শিক্ষক অস্টম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৫’শ টাকা এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৫৫০ টাকা করে আদায় করেছেন। পরীক্ষার ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি আদায়ের পাশাপাশি জেএসসি ও এসএসসি পরীক্ষার প্রশংসাপত্রের জন্য ৫’শ থেকে ১ হাজার টাকা নিয়েছেন।

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৬’শ টাকা, ব্যবহারিক পরীক্ষার ফি ১ হাজার থেকে দেড় হাজার টাকা আদায় করেছেন প্রধান শিক্ষক। অথচ সরকারি বিধি অনুযায়ী ফরম পূরণের ফির সাথেই ব্যবহারিক পরীক্ষা ফি অর্ন্তভুক্ত রয়েছে। তিনি কোচিং বানিজ্যের পাশাপাশি বছরে চারবার পরীক্ষা এবং ফি হিসেবে শিক্ষার্থী প্রতি ৪০০ করে ১ হাজার ৬’শ টাকা আদায় করেছেন।

শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত আদায়কৃত টাকার রশিদ দেওয়া হতো না উল্লেখ করে তারা বলেন, উন্নয়ন ফি’র নামে শিক্ষার্থীদের কাছ থেকে বছরে ১ হাজার টাকা আদায় করতেন প্রধান শিক্ষক জোৎস্না আক্তার। পরীক্ষার সময় প্রতিষ্ঠান প্রতি সেন্টার ফি ৩’শ টাকা, অথচ শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৩’শ টাকা আদায় করতেন প্রধান শিক্ষক। তিনি বিদ্যালয়ের অর্থায়নে কেনা দুইটি কম্পিউটার নিজের বাসায় রেখে ব্যক্তিগত ব্যবহার করছেন।

আরো পড়ুন  ছেংগারচরে বড় পীর আব্দুল কাদির জিলানী (রহ.) এর স্মরণে বার্ষিক ওয়াজ মাহফিল - Rknews71

তারা আরও বলেন, বিদ্যালয়ে কম্পিউটার কেনার জন্য বাবুল পাটওয়ারী নামের একজন ১ লাখ টাকা অনুদান দিয়েছেন। সেই কম্পিউটার কেনা হয়নি। স্কুল ক্যাম্পাসে মসজিদ স্থাপন/নির্মাণের নামে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে একাধিকবার টাকা তুলেছেন, কিন্তু সেই মসজিদ করা হয়নি। অথচ স্কুলের মসজিদের প্রয়োজন নেই। কারণ, কলেজ ক্যাম্পাসে একটি মসজিদসহ স্কুল সংলগ্ন এলাকায় তিনটি মসজিদ রয়েছে।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে তারা আরও বলেন, প্রধান শিক্ষক সরকারি বেতনের বাহিরেও স্কুল থেকে বেতন বাবদ ১১ হাজার টাকা, স্কুলের ওয়াইফাই (নেট) ব্যবহার করেও তিনি প্রতিমাসে এমবি খরচের নামে ১ হাজার, ফোনের জন্য ৮’শ এবং যাতায়াত ভাতা ৬ হাজারসহ মাসে ১৮ হাজার ৮’শ টাকা নিতেন। এছাড়াও বছরে উৎসব ভাতার জন্য ১০ হাজার টাকা নিতেন। এতো অনিয়ম ও সুযোগ-সুবিধা নেওয়ার পরও স্কুলের শিক্ষার্থী অর্ধেকে নেমে এসেছে।

এ বিষয়ে ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জামাল হোসেন ও ওমর ফারুক এবং ভূমিদাতা পরিবারের সদস্য নাসিম চৌধুরী ও এলাকার পক্ষে জসিম উদ্দিন জানান, ওনার (প্রধান শিক্ষক) বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে, সব সত্য। তিনি একক আধিপত্য বিস্তার করে এবং তাঁর মর্জিমতো ম্যানেজিং কমিটি গঠন ও বিদ্যালয় পরিচালনা করেছেন। বিদ্যালয়ের স্বার্থে তাঁর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগের তদন্ত দ্রুত সম্পন্ন এবং তাঁর অপসারনের দাবি জানাই।

এক প্রশ্নের জবাবে তারা বলেন, এই এলাকায় প্রাথমিক বিদ্যালয়, স্কুল, মাদরাসা ও কলেজ রয়েছে। ওনি (প্রধান শিক্ষক জোৎস্না আক্তার) ছাড়া ওইসব প্রতিষ্ঠানের কারো বিরুদ্ধে অভিযোগ নেই। ওনার বিরুদ্ধে এতো অভিযোগ কেন ? নিশ্চই তিনি অনিয়ম করেছেন বলেই তাঁর বিরুদ্ধে এতো অভিযোগ। তাই, তদন্তকালীন সময়ে ভুক্তভোগীদের উপস্থিতিতে এবং তাদের বক্তব্য নেওয়ার অনুরোধ জানান অভিযোগকারীরা।

এ দিকে সকল অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তার বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কিছুসংখ্যাক লোক রয়েছেন, যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছেন। এর মধ্যে একপক্ষ সহকারী প্রধান শিক্ষক পদে নিজেদের পছন্দের লোক নিয়োগ দিতে না পেরে এবং অপর পক্ষ গত ৬ আগস্ট বিদ্যালয়ের পুকুর দখলে নিতে না পেরে আমার বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছেন।

আরো পড়ুন  মতলব উত্তরে ভিক্ষুকের জন্য ২ টাকায় ২০ কেজি চাউল

তিনি বলেন, যারা এসব করছেন, তারা কেউই বিদ্যালয়ের অভিভাবক কিংবা শিক্ষার্থী নন। বরং বিদ্যালয়ের বিশৃঙ্খলা ও আমার বিরুদ্ধে মিথ্যা রটানোর প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একাধিকবার মানববন্ধন ও আন্দোলন করেছে এবং ইউএনও মহোদয়ের কাছে লিখিত আবেদনও দিয়েছে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তাপস শীল বলেন, তদন্ত চলমান রয়েছে। পরবর্তীতে তদন্ত রিপোর্টের ভিত্তিতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে ভবন ও প্রশিক্ষনের উদ্বোধন, সেলাই মেশিণ ও কম্বল বিতরণসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলাপ্রশাসক
ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মতলব উত্তরে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা 
ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মান্নান লস্করের মনোনয়ন ফরম সংগ্রহ
কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

আরও খবর

error: Content is protected !!