মানবতার সেবা ও দেশ পরিচালনা যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচুয়া উপজেলার আমীর এডভোকেট আবু তাহের মেসবাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বর্তমান পরিস্থিতিতে ওয়ার্ড দায়িত্বশীলদের করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা -নোয়াখালি অঞ্চল টিমের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
কচুয়া উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আলীর পরিচালনায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাও বিল্লাল হোসেন, জেলা সেক্রেটারি এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা ওলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস আবু নছর আশরাফী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থানার আমীর মোহাম্মদ শাহাদাত হোসাইন, কচুয়া উপজেলা জামায়াতের ইসলামীর নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলামসহ আরো অনেকে।
এসময় বৈরি আবহাওয়ায় উপেক্ষা করে উপজেলার ১শত ১৭ ওয়ার্ডের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।