চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার(৮ অক্টোবর) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ হলরুমে আনন্দঘন পরিবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সহকারী কমিশন(ভূমি) রিফাত জাহান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি।
সভাপতিত্ব করেন,অধ্যক্ষ মোঃ আবু ছাইদ। অনুষ্ঠান সঞ্চালন করেন,সহকারী শিক্ষক মোঃ জাহিদ হাসান।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরাআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক শাহাদাত হোসেন ও গীতা পাঠ করেন,সহকারী শিক্ষক শ্রী গোপাল কৃষ্ণ রায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খোদেজা আক্তার,অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান,প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন,প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন সদ্দার,সহকারী শিক্ষক নুরুল আমিন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন,বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন,ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্না আক্তার,সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন,প্রধান শিক্ষক শাহাদাত হোসেন,প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন সরকার,মোঃ আব্দুল হক,পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রতন চন্দ্র রায় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী-রানার্স আপ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।