বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের সিলন্দিয়া এলাকায় নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে পাগলা সোহেলকে আটক করে।
এসময় তার বসতঘর থেকে ৩৪০ বোতল ভারতের তৈরি ফেনসিডিল জব্দ করা হয়।
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান, বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান মজুদ আছে পাগলা সোহেলের কাছে। গোপনে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় চিহ্নিত এই মাদক কারবারির বসতঘরে তল্লাশি চালিয়ে ভারতের তৈরি ৩৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকতা আরো জানান, সোহেল প্রকাশ পাগলা সোহেল- পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে।
এদিকে, ফেনসিডিলের চালনাসহ আটক পাগলা সোহেলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।