শাহরাস্তিতে বিভিন্ন শারদীয় পূজা মন্ডপ পরিদর্শনে শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান করেছেন। শনিবার রাতে তিনি পৌরসভার পুরোহিত বাড়ি দুর্গাপূজা মণ্ডপ, পালপাড়া দুর্গাপূজা মণ্ডপ, নিজমেহার দক্ষিণ পাড়া বন্ধনবাড়ি পূজা মন্ডপ, মেহের কালীবাড়ি পূজা মন্ডপ ও নাওড়া, ঠাকুরবাড়ির বাড়ি সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ইঞ্জি. মমিনুল হক বলেন, আমরা হিন্দু-মুসলিম হিসাব করি না, আমরা বাংলাদেশের নাগরিক। এ দেশ আমাদের সবার। অন্যসব বছরের চেয়ে দেশে এবার আইনশৃঙ্খলা অনেক ভালো আছে বলে আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছেন। আমরা আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সবসময় ছিলাম ভবিষ্যতে ও থাকবো। আমি সহসাই ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের কাছে আসবো। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারী, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম পাটোয়ারী , পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, বিএনপি নেতা মোঃ শাহাজান, গাজী ফিরোজ, যুবদল নেতা ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ শিকদার, সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, যুবদল নেতা সুমন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবি এম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজীসহ উপজেলা, পৌর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল সহযোগী অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।