এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় হাজীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলার শীর্ষস্থানে রয়েছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। উপজেলার নামকরা এ শিক্ষা প্রতিষ্ঠানটির সন্তোষজনক ফলাফলসহ ৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এইচএসসি বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন এবং বিএমটি থেকে ২ জন শিক্ষার্থী।
জানা গেছে,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিএমটি হতে ৯২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৬৮০ জন। এর মধ্যে ৬৩ জন জিপিএ-৫, এ গ্রেড ৪২৩ জন, এ মাইনাস ৯৯ জন, বি গ্রেড ৬৫ জন, সি গ্রেড ৩০ জন, ডি গ্রেড ০০ জন এবং অকৃতকার্য হয়েছে ২৪৭ জন ও পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৫ জন শিক্ষার্থী।
এর মধ্যে বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে ৮৩৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৫৯৩ জন। পাশের হার ৭০.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬১ জন, এ গ্রেড ৯৯ জন,এ মাইনাস ১৯১ জন, বি গ্রেড ৬৫ জন, সি গ্রেড ৩০ জন ও ডি গ্রেড ০০ জন এবং অকৃতকার্য হয়েছে ২৪৩ জন শিক্ষার্থী। অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৪ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলো।
এ ব্যাপারে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন বলেন,প্রত্যাশা ছিল আমার শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল অর্জন করবে। তবে আমি অসন্তুষ্ট না।
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি আরো বলেন,এইচএসসি পাশ এবং ভালো রেজাল্ট করা যেমন একটা কঠিন বিষয়, তার চেয়ে আরো কঠিন বিষয় হলো ভালো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া। আমার আশা থাকবে, অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এক্ষেত্রে যদি কারো সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবে।