মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাহমুদা আক্তার রাইসা নামের দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা মিজি বাড়ির পূর্ব পাশের পুকুরের ডুবে শিশুটি মারা যায়। সে ওই বাড়ির মো. রিয়াদ মিজির মেয়ে।
জানা গেছে, এ দিন সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। এ সময় তিনি বলেন, বর্ষাকাল আসছে। তাই পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সচেতনতার গুরুত্বারোপ করেন তিনি।