গণ অধিকার পরিষদ (জিওপি) চাঁদপুর জেলা শাখার আগামী এক বছরের জন্য আহ্বায়ক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। গত ২১ অক্টোবর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃত্বে কাজী রাসেলকে আহ্বায়ক এবং মোঃ মাহমুদুল হাসানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। এছাড়া কুয়েত প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ ইউনুস মাহমুদকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যতম দায়িত্ব থাকবে চাঁদপুর জেলা শাখায় গণ অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন উদ্দীপনা সৃষ্টি করা।
নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ইউনুস মাহমুদ বলেন, “এই দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমি বিশ্বাস করি, গণ অধিকার পরিষদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমাদের লক্ষ্য হবে চাঁদপুর জেলায় গণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি আশাবাদী, আমাদের দলের সকল সদস্যকে সঙ্গে নিয়ে আমরা সামনের দিনগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারবো।”
তিনি আরও যোগ করেন, “আমার জীবনের একটি বড় অংশ প্রবাসে কাটিয়েছি, তবে সব সময়ই দেশের মানুষের প্রতি আমার দায়িত্ববোধ অনুভব করেছি। সমাজসেবায় নিজেকে উৎসর্গ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।”
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরাও আশাবাদী যে, এই নেতৃত্বের মাধ্যমে চাঁদপুর জেলায় গণ অধিকার পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী এবং সম্প্রসারিত হবে।