অনলাইন ডেস্ক :
নওগাঁর পোরশায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই মহিলা আহত হয়েছে।
পোরশা থানার ওসি জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল। এ সময় জমিতে ধান কাটা অবস্থায় আব্দুস সামাদ ও আব্দুর নূহ বজ্রপাতে মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে উপজেলার পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের নুহ ইসলাম মিস্ত্রির ছেলে আব্দুস সামাদ (৫৫) ও পশ্চিম রঘুনাথপুর গ্রামের আরশাদ আলীর ছেলে আব্দুল নুহ (৩৫) পুনর্ভবা নদীর পাশের মাঠে ধান কাটছিল। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিক নিহত হয়।
অপরদিকে বজ্রপাতে একই সময় জাহানারা বেগম নামে এক মহিলাসহ দু’জন মহিলা শ্রমিক আহত হয়েছেন।
আহতদেরকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদ রেজা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।