নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়স্ত্রণে ফরিদগঞ্জে উপজেলার বিভিন্ন বাজারের ব্যাবসায়ীদের সাথে মতিবিনিমিয় সভা করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
২২অক্টোবর (মঙ্গলবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাবসায়ীদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, ওসি হানিফ সরকার, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী হায়দার টিপু পাঠান, সহ-সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব সহ উপজেলার রূপসা বাজার, খাজুরিয়া বাজার, চান্দ্রা বাজার , আষ্টা বাজার, নয়াহাট বাজার, গৃদকালিন্দিয়া বাজার, গাজীপুর বাজারের ব্যাবসায়ীরা।
ক্যাপশন : ফরিদগঞ্জের বিভিন্ন বাজারের ব্যাবসায়ীদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।