বিগত সরকারের আমলে আমরা ঘরে শুইতে পারেনি তাদের বিচার মহান আল্লাহ পাক করেছে -মাও: অধ্যাপক আবুল হোসাইন
শাহরাস্তি পৌর জামায়াতের ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ১, ৬ ও ৭নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে (২৯ অক্টোবর) মঙ্গলবার বিকেলে শাহরাস্তির ঠাকুর বাজার চিশতীয়া আলিম মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌরসভা জামায়াতের সেক্রেটারি ডাঃ আবুল বাসারের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি-হাজিগঞ্জ, চাঁদপুর-৫ আসন থেকে জামায়াতের মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে বলেন
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকায়েমের কাজ করা ফরয। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর কাজ করার জন্য। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আমলে দ্বীনকায়েম
প্রচার করতে পারেনি। একটি ওয়াজ মাহফিল করতে গেলে বিভিন্ন জায়গায় অনুমতি নিতে হয়রানির শিকার হয়েছি। তারপরেও ওয়াজ মাহফিল করতে দেননি। আল্লাহ তরফ থেকে ঐ স্বৈরাচারী প্যাসিবাদী সরকারকে পালিয়ে যেতে হয়েছে। দীর্ঘ ১৭ বছর মানুষ কথা বলতে পারেনি, ঘরে শুইতে পারেনি। এখন মানুষ নির্ভয়ে কথা বলতে পারে। মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানি করেছে। তাদের বিচার মহান আল্লাহ পাক করেছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মো. মোস্তফা কামাল, পৌরসভার আমীর মো. জাহাঙ্গীর আলম, উপজেলার সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা মাইন উদ্দিন, জামায়াতের উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া, পৌর শিবির সভাপতি মোঃ আবু হানিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড আমীর হাফেজ শাহজালাল, সেক্রেটারি মোঃ ফখরুল ইসলাম, ৬নংওয়ার্ড সভাপতি মোঃ মাইন উদ্দিন, সেক্রেটারি হাফেজ সোহরাব হোসাইন যুবনেতা রহমত উল্যাহ সহ ১, ৬ ও ৭নং ওয়ার্ডের যুব ও স্থানীয় নেতৃবৃন্দ।