Header Border

ঢাকা, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রচারণা  মতলব উত্তরে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে ছেংগারচর পৌরসভা চ্যাম্পিয়ন মতলব উত্তরে ধনাগোদা নদীতে কম্বিং অপারেশনে অবৈধ জাগ উচ্ছেদ দি কার্টার একাডেমির বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সুপার ফুডবিটরুট কেন খাবেন মতলব উত্তরে সুগন্ধী ক্রিসপি টাউন এন্ড বার্গার শপ উদ্বোধন  হাজীগঞ্জে অগ্রণী ব্যাংকে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল  হাজীগঞ্জের ছয়ছিলায় প্রবাসীর জমি দখল করে চাঁদা দাবির অভিযোগ ইসলামপুর দরবার শরীফের ৮১তম মাহ্ফিল

হাজীগঞ্জে শতবর্ষী পুকুর ভরাট বন্ধ ও পুকুরটি রক্ষার দাবিতে স্থানীয় ও এলাকাবাসীর মানববন্ধন

 

চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে ঐতিহ্যবাহী শতবর্ষী পুকুর ভরাট কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসীর স্বার্থে ও জীব-বৈচিত্র রক্ষার্থে অবিলম্বে পুকুর ভরাট বন্ধ করে পুকুরটি রক্ষা দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার বেশ কিছু পুকুর ভরাট করা হয়েছে। যে কয়টি পুকুর অবশিষ্ট রয়েছে, সেগুলো দিনে দিনে ভরাট করা হচ্ছে। এর মধ্যে শত বছরের ঐতিহ্য আব্দুর রব চেয়ারম্যান বাড়ির পুকুরটির একটি অংশ বালু ফেলে ভরাট করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের মধ্যে নেতৃত্ব স্থানীয়দের বিরুদ্ধে পুলিশের কাছে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়।
তারা বলেন, ‘আমরা চাই পুকুরটি দখলমুক্ত করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। আমরা যেনো গোসলসহ দৈনন্দিন কার্যক্রম করতে পারি, সে ব্যবস্থা করা হোক এবং আমাদের এই দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এসময় তারা অবিলম্বে পুকুর ভরাটের সঙ্গে জড়িত কবিরুল ইসলাম বাপ্পীসহ জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি এবং পুলিশের কাছে দেওয়া মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে মনোয়ার হোসেন রিমেল জানান, পুকুরটি রক্ষায় এলাকাবাসী পক্ষে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরে অভিযোগসহ উপজেলা প্রশাসন ও থানায় অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুকুরটি পরিদর্শন করে ভরাট না করা এবং যতটুকু ভরাট করা হয়েছে, তা নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা দেন। এরপর ভরাট করা থেকে বিরত থাকে, কিন্তু বালু অপসারণ করা হয়নি। এখন আবার পুকুরটি ভরাটকরণের পাঁয়তারা করা হচ্ছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে কবিরুল ইসলাম বাপ্পী জানান, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনার পর পরবর্তীতে আর ভরাট করা হয়নি। আগে যতটুকু ভরাট করা হয়েছে, এখন ওই অবস্থাতেই আছে। তিনি বলেন, পুরো পুকুর নয়, আমাদের অংশ ভরাটের অনুমতি চেয়ে পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন  ঘাসিরচর সর্বসেবা সংগঠনের উদ্যোগে ওয়াজ মাহফিল - Rknews71

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রচারণা 
মতলব উত্তরে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে ছেংগারচর পৌরসভা চ্যাম্পিয়ন
মতলব উত্তরে ধনাগোদা নদীতে কম্বিং অপারেশনে অবৈধ জাগ উচ্ছেদ
দি কার্টার একাডেমির বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
মতলব উত্তরে সুগন্ধী ক্রিসপি টাউন এন্ড বার্গার শপ উদ্বোধন 
হাজীগঞ্জে অগ্রণী ব্যাংকে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত

আরও খবর

error: Content is protected !!