হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকালে ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাইতুল মামুুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী আকবর শেখের উপস্থাপনায় উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়
সম্মেলনে সভ্যদের প্রত্যক্ষ ভোটে তিনজন প্রার্থীর মধ্যে সাধারণ সম্পাদক পদে মো. ইসমাঈল হোসেন সর্দার নির্বাচিত হয়েছেন এবং সভাপতি পদে মো. বিল্লাল হোসেন সর্দার ও মোস্তফা সর্দারসহ দুইজন প্রার্থী সমভোট পাওয়ায় পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণের কথা বলেন নেতৃবৃন্দ। এছাড়াও সভাপতি পদে এমরান হোসেন দুলাল, সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান সেলিম ও শহীদ সর্দার প্রতিদ্বন্দ্বীতা করেন।
সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম বাচ্চু, ইব্রাহিম খান, মহসিন বেপারী, দেলোয়ার হোসেন মেম্বার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহিন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজী, সাবেক ছাত্রনেতা নেছার আহমেদ চৌধুরী, যুবনেতা মুজাহিদুল ইসলাম সাদ্দাম, সাবেক সভাপতি মুকবুল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।