আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলা বিএনপি’র উদ্যোগে
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩ ঘটিকার সময় উপজেলার পাঠানবাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন। মতলব উত্তর উপজেলা বিএনপি সভাপতি ফজলুল হক সরকার হান্নান সভার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতু সভা পরিচালনা করবেন। সভায় দলে দলে যোগ দিয়ে সভাকে সাফল্যমণ্ডিত করতে দলের প্রত্যেক নেতাকর্মীকে অনুরোধ জানিয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার। আলোচনা সভাকে সফল করার লক্ষ্যে বুধবার উপজেলার দাশের বাজার, বদরপুর, সাদুল্লাপুর ও বাগানবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।