চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ নাউরী আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির (এডহক) কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) নাউরি আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজের শিক্ষক শিক্ষার্থী, এলাকার সর্বসাধারণ এবং অভিভাবকরা মিলে নবগঠিত গভর্নিং বডির (এডহক) কমিটিকে স্বাগত জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও বৈষম্য বিরোধী আন্দোলনকালে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভায় বিশিষ্ট শিক্ষানুরাগী মো.হানিফ দর্জি সভাপতিত্বে ও প্রভাষক মো. সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন অত্র ডিগ্রি কলেজের গভর্নিং বডির (এডহক) কমিটির সভাপতি প্রফেসর ড. মোতাহার হোসেন।
বক্তব্য রাখেন, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দিন, নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. মোবারক হোসেন প্রধান, বিদ্যুৎসাহী সদস্য আব্দুস সোবহান রানা, দাতা সদস্য মনির হোসেন ইমন, শিক্ষক প্রতিনিধি সদস্য খোরশেদা বেগম, মো. জিন্নাহ, মো. ইকবাল হোসেন, সাবেক ইউপি সদস্য আবদুল আউয়াল, শাহাবুদ্দিন ভূইয়া, গোলাম জিলানী, শামসুল হক মাস্টার প্রমুখ।
এসময় প্রফেসর ড. মোতাহার হোসেন বলেন, সকল শিক্ষার্থীদের ভালোভাবে সু-শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষক ও অভিভাবকদের তাদের সন্তানের প্রতি সুদৃষ্টি ও খেয়াল রাখতে হবে। তাদেরকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস-সহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বিএনপি নেতা মো. মোবারক হোসেন প্রধান বলেন, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী, বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা সাহেব এই কলেজের জন্য ১০০ শতাংশ জমি দান করে দিয়ে গেছেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এ কলেজে আরো সার্বিক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ।