দেশকে এগিয়ে নেয়ার জন্য যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে-সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী
মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা, মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা ড সাইয়্যিদ সাইফুদ্দিন আহমদ আল হাসানী বলেছেন, যুবকরাই দেশের চালিকাশক্তি। দেশকে এগিয়ে নেয়ার জন্য যুবকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি বলেন, এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যুবকদের দক্ষ ও প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে।
১০ নভেম্বর (রোববার) রাতে মতলব উত্তরে ঠেটালিয়া খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ায় চাঁদপুর জেলা মইনীয়া যুব ফোরাম আয়োজিত সদস্য নবায়ন ও স্মার্ট আইডি কার্ড বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যুবকদের যৌতুক, মাদক, বাল্য বিবাহের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করতে হবে।
মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতি খলিফা শাহ মো কামরুজ্জামান হারুন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী,মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় অর্থ ও দপ্তর সম্পাদক ফয়েজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম রাব্বি, শিক্ষা, সাহিত্যে ও পাঠাগার সম্পাদক দিদারুল হক রিমন,সহ দপ্তর সম্পাদক আমিনুর রহমান,সাংস্কৃতিক সম্পাদক মাওলানা খাজা বাহা উদ্দিন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কেরামত আলী।
বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা সভাপতি নজরুল ইসলাম মামুন, মতলব দক্ষিণ উপজেলা আহবায়ক সুমন মিয়া,যুগ্ম আহবায়ক খলিফা শাহ মো আবুল কালাম চাঁদপুর সদর উপজেলা সভাপতি মাইনুদ্দীন পাটোয়ারী দুলু,সাধারন সম্পাদক কাউসার আলম প্রমুখ।