শাহরাস্তি উপজেলার শ্রেষ্ঠ বে-সরকারী স্কুল, শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরি স্কুল এন্ড কলেজ ও নূর ভিশন তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর শনিবার, বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ নূরুন্নবী রবিন চৌধুরীর সঞ্চালনায়, শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরি স্কুল এন্ড কলেজের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলী আজগর মিয়াজি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক গাজী ফিরোজ, উপজেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন, সদস্য সচিব আজগর হোসেন।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্ট বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।