মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মো. শাহিন আলম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খাজুরিয়া গ্রামের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বোগদাদ পরিবহনের একটি বাস থেকে তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. শাহিন আলম কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাঙ্গড্ডা ইউনিয়নের হাসিয়ারা গ্রামের মৃত জিতু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) ও অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে খাজুরিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন-২ সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর চেক করাকালীন বোগদাদ পরিবহনের একটি বাসের ভিতর থেকে ৩ কেজি গাঁজাসহ মো. শাহিন আলমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. শাহিন আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলে জানান, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)।