হাজীগঞ্জে অবৈধ বিজ্ঞাপন বিলবোর্ড, গেট ও তোরণ উচ্ছেদ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের নেতৃত্বে মঙ্গলবার (৩ ডিসেম্বর) উচ্ছেদ অভিযান পরিচালনা করে অনুমোদনহীন ৫টি বিজ্ঞাপন বিলবোর্ড এবং কয়েকটি গেট ও তোরণ উচ্ছেদ করা হয়।
জানা গেছে, এদিন হাজীগঞ্জ বাজার এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ পৌরসভা। এসময় অনুমোদনহীন ও অবৈধ ৫টি বড় বিজ্ঞাপন বিলবোর্ডসহ বেশ কয়েকটি গেট ও তোরণ উচ্ছেদ করা হয়। এর মধ্যে ২টি সড়কের পাশে এবং তিনটি বাসা-বাড়ির ছাদ থেকে স্থাপিত থেকে বিলবোর্ড অপসারণ করা হয়।
হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের উপস্থিতিতে পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন, লাইসেন্স পরিদর্শক মো. আলমগীর হোসেন, সহকারী এসেসর আনোয়ারুল আজিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, অনুমোদনহীন ও অবৈধ বিলবোর্ডসহ বিভিন্ন গেট ও তোরণ উচ্ছেদ অভিযান অব্যাহৃত থাকবে।