Header Border

ঢাকা, রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
হাজীগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন করলেন ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলাপ্রশাসক অনলাইন মাল্টি মিডিয়া বার্তা ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হোসেন বেপারী বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: অ্যাড. সেলিম আকবর দেশ স্বাধীনের পর তাজউদ্দিনের থেকে ক্ষমতা কেড়ে নেন শেখ মুজিব—–লায়ন ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে শিক্ষা উপকরণ বিতরণ  খেলাধুলার পাশা-পাশি পড়া-লেখাকে প্রাধান্য দিতে হবে– ডেপুটি অ্যাটর্নি জেনারেল আহসান উল্লাহ নারায়ণগঞ্জে জাসাস এর কর্মী সভা  মরহুম নুরুল হুদার অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা ও দোয়া  সিদ্ধিরগঞ্জে সাংবাদিক সম্মেলনে গোলাম রাব্বানি জমিসংক্রান্ত বিরোধকে দলীয় রূপ দেওয়ার অভিযোগ

আগামী দিনে  দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর

………. এনডিপি চেয়ারম্যান আবু তাহের
ভারতের রাজনীতিবিদ ও মিডিয়াগুলোর হিংস্র আক্রমনের জবাবে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুছ এর নেতৃত্বে আমাদের মধ্যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। ৫ ডিসেম্বর (বৃহষ্পতিবার) রাতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় ন্যাশেনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান ক্বারি আবু তাহের বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন,
তিনি বলেন, গত বুধবার এনডিপিসহ সকল রাজননৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে ঐক্যের এই বন্দন সৃষ্টি হয়েছে। আমরা এই ঐক্য ধরে রেখে আগামী দিনের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর।
আশা করছি এই সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করার পাশাপাশি দেশের অর্থনীতি ও সুশাসন নিশ্চিত করবে। ইতিমধ্যেই সরকার গত তিন মাসে অর্থনীতিকে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টার অংশ হিসেবে উন্নতি দেখতে পাচ্ছি।
এসময় তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা কে ধ্বংস করা হয়েছে। দলীয় করণের কারণে যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হতে পারেনি। তাই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমাদের দাবি নির্বাচন কমিশন ও অন্তবর্তী সরকারের কাছে সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সকল স্থানীয় সরকার নির্বাচন করা হোক। এতে দলীয়করণের বা দলবাজির কোন কথা উঠবে না। ভোট কেটে নেওয়া ও কারচুপির হিসেব নিকেশ থাকবে না। মাঠ পর্যায়ের যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হবেন। গণমাধ্যম ও তথা সাংবাদিকরা হলো সমাজের আলোর বর্তিকা। আপনারা ভাল থাকলে সমাজের অন্ধকার দুর হবে। ন্যাশেনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আপনাদের পাশে থাকবে। আপনারা সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপনাদের কলম চালিয়ে যান।  তিনি নতুন বাংলাদেশে ফরিদগঞ্জকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে সকল প্রকার সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের পরিচালনায় সভায় ন্যাশেনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান পাটওয়ারী, বগুড়া জেলা শাখার সভাপতি মুসা মন্ডল, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা শাখার প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন মাসুদ, ছাত্র আন্দোলন সমন্বয়ক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন  মতলব উত্তরে গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন করলেন ইঞ্জি. মমিনুল হক
হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলাপ্রশাসক
অনলাইন মাল্টি মিডিয়া বার্তা ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হোসেন বেপারী
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: অ্যাড. সেলিম আকবর
দেশ স্বাধীনের পর তাজউদ্দিনের থেকে ক্ষমতা কেড়ে নেন শেখ মুজিব—–লায়ন ইঞ্জি. মমিনুল হক
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে শিক্ষা উপকরণ বিতরণ 

আরও খবর

error: Content is protected !!