এস এস সি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থী,গুনিজন ও স্বেচ্ছাসেবক সংগঠনকে সংবর্ধনা দিয়েছে চাঁদপুরের কচুয়ার উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ।
শুক্রবার মনপুরা গ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিআরবি ক্যাবল ডিরেক্টর রফিকুল ইসলাম রনি।
উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন,বাংলাদেশ মৎস্য মন্ত্রণালয়ের পরিচালক ড.আবুল হাছানাত দুলাল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এসএম ফখরুদ্দিন কচুয়া,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্লাহ,বিএসএমএমইউ (পিজি হাসপাতাল) এর রেন্ট কালেক্টর (ইনচার্জ) মো. সাজেদুল হাসান কামালসহ আরো অনেকে ।
আলোচনা শেষে কাদলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এস এস সি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৫২ জন কৃতি শিক্ষার্থী,১৭ গুনিজন ও ২১ স্বেচ্ছাসেবক সংগঠনকে সংবর্ধনা দেয়া হয়েছে ।
এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, কচুয়া উপজেলা পরিবার গ্রুপের পরিচালক ও সমাজসেবক সাইফুল ইসলাম তালুকদার রনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।