চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ছয় জেলেকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় ১৩শ’ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩ টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আলী। শনিবার (৭ ডিসেম্বর) সকালে মেঘনা নদীর বিভিন্নস্তানে এ অভিযান চালানো হয়।
আটক জেলেরা হলেন-বাদল সরদার (৫৫), কুদ্দুস আলী সরদার (৩০), হাসমত মিজি (৩৫), জাহিদ হোসেন (১৯), উসমান গণি (৪২), ও গাজী সরদার তাদের বাড়ী চাঁদপুর সদর ও শরীয়তপুর জেলায়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আলী বলেন, কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরার অপরাধে মেঘনা নদী থেকে ছয় জেলেকে আটক করে নৌ পুলিশ। জব্দ করা হয় অবৈধ কারেন্ট জাল ও ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা। আটককৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, কানোক্রমেই অবৈধ জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এসব জাল ব্যবহার করে মাছের ডিম পর্যন্ত তুলে ফেলা হচ্ছে এবং দেশের স্বার্থে, দেশের সম্পদ রক্ষার স্বার্থে মৎস্য সম্পদ উন্নয়নের স্বার্থে অবৈধ জালের বিস্তার অবশ্যই রোধ করতে হবে।