Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
মতলব উত্তরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ১ মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও মনিরুজ্জামান বাবলুকে সংবর্ধনা হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান এ্যাড. আব্বাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজ্জাম্মেলের নেতৃত্বে বিশাল মিছিল ফরিদগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত নাসিকের সাবেক কাউন্সিলর মতি ও তাঁর ছেলে ঢাকায় গ্রেপ্তার মতলব উত্তরে কম্বিং অপারেশনে কারেন্ট ও বেহুন্দি জাল জব্দ ধ*র্ষ*ণের পর বিদেশে পলায়ন : পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নিয়ে বিপাকে কিশোরী মতলব উত্তরে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নি*হ*ত ২

হাজীগঞ্জে বাতিল হচ্ছে সেই নারী প্যানেল চেয়ারম্যানের বয়স্ক ভাতা !

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||

বহুল প্রচারিত অনলাইন পত্রিকা ‌‌”আরকেনিউজ৭১.কম” সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের সেই নারী প্যানেল চেয়ারম্যানের বয়স্ক ভাতা বাতিল করা হচ্ছে। বয়স না হওয়ার পরও গত দুই বছরের বেশি সময় ধরে নিয়মিত বয়স্ক ভাতা পাওয়ার বিষয়টি নিশ্চিত এবং বিষয়টি তিনি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত বক্তব্য দেওয়ার পর তাঁর প্রাপ্ত ভাতার কার্ডটি বাতিল করার নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত মঙ্গলবার (২৯ মার্চ) ”আরকেনিউজ৭১.কম” অনলাইন পত্রিকায় ‘হাজীগঞ্জে ভাতা প্রাপ্তির বয়স না হলেও বয়স্ক ভাতা পাচ্ছেন এক নারী প্যানেল চেয়ারম্যান’ শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি সত্যতা নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট নারী প্যানেল চেয়ারম্যানকে লিখিত জবাব (বক্তব্য) দেওয়ার নির্দেশান দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মোসা. মাহফুজা বেগম নামের ওই নারী প্যানেল চেয়ারম্যান হাজীগঞ্জ উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের সংরক্ষিত-৩ (ওয়ার্ড নং- ৭, ৮ ও ৯) ওয়ার্ডের নারী সদস্য। তিনি ওই ইউনিয়নের অলিপুর গ্রামের তালুকদার বাড়ির মৃত হাফিজ উদ্দিন তালুকদারের মেয়ে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বর্তমান বয়স গতকাল বুধবার পর্যন্ত ৫২ বছর ৭ মাস ২৮দিন। অর্থ্যাৎ তাঁর জন্ম তারিখ ২ আগস্ট ১৯৬৯ইং।

জানা গেছে, যদিও সরকারি নিয়ম অনুযায়ী নারীদের বয়স্কভাতা পাওয়ার সর্বনি¤œ বয়স ৬২ বছর। মোসা. মাহফুজা বেগম হাজীগঞ্জ সদর ইউনিয়নের গত পরিষদে অর্থ্যাৎ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সফিকুল ইসলাম মীর দায়িত্বে থাকাকালীন সময়ে তার মা মরহুম তফুরেন্নেছার প্রাপ্ত বয়স্ক ভাতার কার্ডটি তার নামে প্রতিস্থাপন করার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।

এরপর তফুরেন্নেছার নামে তার মায়ের বয়স্ক ভাতার কার্ডটি প্রতিস্থাপন হলে তিনি ২০২০ সাল থেকে ভাতার টাকা ভোগ করে আসছেন। অথচ জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখ অনুযায়ী ওই সময়ে তার বয়স ছিল প্রায় ৫১ বছর। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ জুনের আগে অনলাইন (ডিজিটাল) সিস্টেম না থাকার কারণে কিছু অনিময় হয়েছে। যার ফলে অনেকে ভাতা ভোগ আসছিলেন।

আরো পড়ুন  মোহনপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা

পরবর্তী সময়ে এসব লোকদের চিহিৃত বা কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ এবং ভাতার কার্ড বাতিল করা হয়েছে। কিন্তু ২০২০ সালের ৩০ জুনের পর থেকে তথ্য গোপন করে নতুনভাবে ভাতা ভোগ করার সুযোগ নেই। অর্থ্যাৎ নিয়ম অনুযায়ী বয়স না হলে কারো পক্ষে বয়স্ক ভাতার সুবিধাটি গ্রহণের কোন সুযোগ নেই।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতলব উত্তরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ১
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও মনিরুজ্জামান বাবলুকে সংবর্ধনা হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান এ্যাড. আব্বাস
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজ্জাম্মেলের নেতৃত্বে বিশাল মিছিল
ফরিদগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত
নাসিকের সাবেক কাউন্সিলর মতি ও তাঁর ছেলে ঢাকায় গ্রেপ্তার

আরও খবর

error: Content is protected !!